Sandeshkhali: দুপুরে সাসপেন্ড, রাতে গ্রেফতার! পুলিশের কর্মকাণ্ড নিয়েই উঠছে একাধিক প্রশ্ন
দুপুরে সাসপেন্ড, রাতে গ্রেফতার। তৃণমূল সাসপেন্ড করার পরই কি, সন্দেশখালির শেখ শাহজাহানের শাগরেদ উত্তম সর্দারকে গ্রেফতার করার সাহস পেল পুলিশ? উত্তম সর্দারকে এসডিপিও-র কার্যত ক্লিনচিট দেওয়ার পর, তাঁকেই পুলিশের গ্রেফতারি নিয়ে, নানান মহলে উঠতে শুরু করেছে এই প্রশ্নই।