TMC Vs BJP: সন্দেশখালিতে শুভেন্দুর পাল্টা সভা তৃণমূলের, ২০০০ বিজেপি কর্মীর তৃণমূলে যোগ, দাবি TMC-র
ABP Ananda LIVE: সন্দেশখালিতে শুভেন্দুর পাল্টা সভা তৃণমূলের। গত সপ্তাহে কানমারি মাঠে শ্রদ্ধাঞ্জলী সভা বিরোধী দলনেতার। আজ পাল্টা সভা তৃণমূলের বীরবাহা হাঁসদা, সুজিত বসুদের। সভায় ২০০০ বিজেপি কর্মীর তৃণমূলে যোগ, দাবি তৃণমূলের। যাঁরা যোগ দিয়েছেন, তাঁরা তৃণমূলেরই কর্মী, পাল্টা দাবি শুভেন্দুর।
কলকাতা শহরে আবার বিরাট আগুন। অনল শিখা ছড়িয়েছে বিরাট এলাকা জুড়ে। খিদিরপুর বাজারে রাত রাত ১টার কিছু পরে আগুন লাগে । ঘিঞ্জি এলাকায় হু হু করে ছড়িয়ে পড়ে আগুন। অল্প কিছু ক্ষণেই পুড়ে ছাই হয়ে যায় একের পর এক দোকান। স্থানীয়দের দাবি , ইতিমধ্যেই খাক হয়ে গিয়েছে প্রায় ১৩০০ টি দোকান। বাজারের মধ্যে রয়েছে তেলের গুদাম। তাতে আগুন লেগে আরও ছড়িয়ে পড়ে। সেটিও পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুনের মোকাবিলায় এলাকায় দমকলের ২০টি ইঞ্জিন কাজ করছে। কিন্তু আগুন এখনও বাগে আসেনি। সকালেও বাজারে বিভিন্ন অংশে পকেট ফায়ার রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, খবর দেওযা সত্ত্বেও, দমকল দেরিতে এসেছে । খবর দেওয়ার ঘণ্টাদেড়েক পর দমকল এসেছে বলে অভিযোগ ব্যবসায়ীদের
। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ যে বিশাল , তা দৃশ্যতই স্পষ্ট। রাতারাতি পথে বসেছেন শয়ে শয়ে ব্যবসায়ী।