Sandeshkhali Update: বিজেপির হয়ে প্রচারে এসে উলুবেড়িয়ায় 'আটক' সন্দেশখালির মহিলারা। ABP Ananda Live
বিজেপির হয়ে প্রচারে এসে উলুবেড়িয়ায় 'আটক' সন্দেশখালির মহিলারা। সন্দেশখালির মহিলাদের আটকে রাখার অভিযোগে থানায় বিজেপির বিক্ষোভ। রাতেই সন্দেশখালির ১১জনকে থানায় আনল পুলিশ, ছাড়া হল সকালে। থানা থেকে পিআর বন্ডে ছেড়ে লঞ্চে তুলে দেওয়া হল সন্দেশখালির বাসিন্দাদের।