Sandeshkhali Incident: 'মমতা হাজার, ৫০০ টাকা দিয়ে বলবেন চুপ করুন', ক্ষোভ উগরে দিলেন সন্দেশখালির মহিলা
শেখ শাহজাহান বাহিনীর অত্যাচারে দেওয়ালে পিঠ ঠেকেছে সন্দেশখালিবাসীর। 'তৃণমূল সরকারের অনুদান নয়, শেখ শাহজাহানের গ্রেফতার চাই'। এখনও কেন গ্রেফতার হল না শেখ শাহজাহান? পুলিশকে প্রশ্ন সন্দেশখালির বাসিন্দার। 'হাজার টাকা, ৫০০ টাকা দিয়ে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে'। 'সরকার আগে যখন টাকা দিত না, তখনও বেঁচে ছিলাম'। চাই না অনুদান, পুলিশের সামনেই ক্ষোভ উগরে দিয়ে বললেন সন্দেশখালির বাসিন্দা।