Sandeskhali Chaos: গ্রেফতার শিবু, পুলিশে আস্থা ফিরবে সন্দেশখালির? ABP Ananda Live

 Sandeskhali: লোকসভা নির্বাচনের (Indian general Election) আগে সন্দেশখালিকাণ্ডে (Sandeskhali) উত্তাল রাজ্য-রাজনীতি। এদিকে এখনও অধরা শেখ শাহজাহান। তবে এবার গণধর্ষণের ধারা যুক্ত হওয়ার পরেই গ্রেফতার হলেন সন্দেশখালির তৃণমূল নেতা  শিবু হাজরা (Shibu Hazra)।  সন্দেশখালিকাণ্ডের ২০ নম্বর মামলায়, গণধর্ষণের ধারা যুক্ত করার পরই,তৃণমূল (TMC) নেতা শিবপ্রকাশ ওরফে শিবু হাজরাকে গ্রেফতার করল পুলিশ। ABP Ananda Live

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola