Sandeskhali Incident:সন্দেশখালিতে পুলিশি ধরপাকড়ে তুলকালাম। ABP Ananda Live
Continues below advertisement
Sandeskhali Incident:আজ সকাল থেকে সন্দেশখালির(Sandeskhali) বেড়মজুর এলাকা শেখ শাহজাহান(Seikh Sahjahan) আর শেখ সিরাজুদ্দিনের(Seikh Sirajuddin) গ্রেফতারির দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে। শেখ সিরাজুদ্দিনের ভেড়ির আলাঘরে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। গ্রামে ১৪৪ ধারা(Section 144) অমান্য করে এই অশান্তির জেরে পুলিশ ব্যাপক ধরপাকড় শুরু করে। এই পুলিশি ধরপাকড়ের প্রতিবাদে গ্রামের বাসিন্দাদের মধ্যে তুমুল ক্ষোভের সঞ্চার হয়। ধৃতদের গাড়ি আটকে বাসিন্দারা তুমুল বিক্ষোভ দেখান।ABP Ananda Live
Continues below advertisement