Sandeskhali:আদালতে তোলা হয়েছে শিবু হাজরাকে। ABP Ananda Live

Sandeskhali:আজ সন্দেশখালি(Sandeskhali) গণধর্ষণ ও খুনের চেষ্টার মামলার ধৃত শিবু হাজরাকে বসিরহাট আদালতে(Court) তোলা হয়। মেডিক্যাল পরীক্ষার(Medical Checkup) সময় তাকে যখন বসিরহাট থানা থেকে বার করা হয় , উত্তেজিত গ্রামবাসীরা তাকে দেখে 'চোর' 'চোর' স্লোগান(Slogan) দেয়। পলাতক শেখ শাহ্জাহানকেও(Shahjahan) গ্রেফতারের দাবি তোলেন উত্তেজিত গ্রামবাসীরা।   পুলিশ ধৃত শিবু হাজরার সন্দেশখালির বেআইনি জমি দখলের অভিযোগ শুনতে এবার ক্যাম্প বসলো প্রশাসন।  ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা এই ক্যাম্পে উপস্থিত আছেন ।  শেখ শাহজাহানের নেতৃত্বে উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে জমি দখল করে বেআইনি ভেরি তৈরির যে অভিযোগ আছে , সেই অভিযোগের সত্যতা যাচাই করতে আধিকারিকরা এই ক্যাম্পে আছেন। দশ দিনের পুলিশি হেপাজতের(Police Custody) আবেদন করতে পারে। ABP Ananda Live

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola