Sandeskhali Incident:সন্দেশখালি যেতে ধামাখালিতে পুলিশের বাধার মুখে বৃন্দা কারাত।ABP Ananda Live

Sandeskhali Incident:উত্তপ্ত সন্দেশখালিতে(Sandeskhali) আজ যাওয়ার কথা ছিল সিপিএম(CPIM) নেত্রী বৃন্দা কারাতের(Brinda Karat)।  উল্লেখ্য কিছুদিন আগে সন্দেশখালির ঘটনায় গ্রেফতার হন প্রাক্তন সিপিএম বিধায়ক(Former MLA) নিরাপদ সর্দার (Nirapada Sardar)।  গতকাল জাতীয় মহিলা কমিশনের(National Commission for Women) চেয়ারপার্সন (Chairperson) রেখা শর্মা (Rekha Sharma) সন্দেশখালির নির্যাতিতা মহিলাদের সাথে কথা বলেন, তারপর তারা রাষ্ট্রপতি শাসনের (President Rule) সুপারিশ করার পর আজ সন্দেশখালি যাওয়ার কথা বৃন্দা কারাতের।  কিন্তু সন্দেশখালি যাওয়ার পথে ধামাখালিতে বৃন্দা কারাতকে পুলিশ বাধা দেয়। পুলিশের সাথে তাদের তর্কাতর্কি বেঁধে যায়। ABP Ananda Live 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola