Sandeskhali:সন্দেশখালির গ্রামবাসীদের অভিযোগ শুনলেন জাতীয় ST কমিশনের প্রতিনিধিরা। ABP Ananda Live
Continues below advertisement
Sandeskhali Incident:আজ সন্দেশখালিতে(Sandeskhali) যান জাতীয় ST কমিশনের(National ST Commission) প্রতিনিধি দল। সেখানে ঘুরে গ্রামবাসীদের(Villagers) সঙ্গে তাঁরা কথা বলে তাঁদের অভিযোগ শোনেন। সন্দেশখালি থেকে ফেরার পথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাঁরা জানান তাঁরা গ্রামবাসীদের থেকে অনেক অভিযোগ পেয়েছেন। তাঁরা জানান তাঁদের কাছে প্রায় তিরিশটি অভিযোগ জমা পড়েছে। তাঁরা দিল্লি ফিরে রাষ্ট্রপতিকে তাঁদের রিপোর্ট দেবেন। নাম না করলেও তাঁরা জানান যে একজন রাজনৈতিক নেতার নাম অনেক অভিযোগ জমা পড়েছে। ABP Ananda Live
Continues below advertisement