Sandeskhali Incident:অবশেষে সন্দেশখালি পৌঁছলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।ABP Ananda Live

Sandeskhali Incident:অবশেষে অগ্নিগর্ভ সন্দেশখালিতে(Sandeskhali) রাজ্য পুলিশের ডিজি(DG) রাজীব কুমার(Rajeev Kumar)। আজ ধামাখালি হয়ে নদীপথে সন্দেশখালি পৌঁছান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ,এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার ও বসিরহাট জেলার পুলিশ সুপার।  আজ তাঁরা সন্দেশখালি থানায়  আধিকারিকদের সঙ্গে  বৈঠক করেন। সন্দেশখালি গণধর্ষণ,চাষের জমিতে নোনাজল ঢুকিয়ে দেওয়া ছাড়াও অধরা মূল অভিযুক্ত শেখ শাহজাহানের সহযোগীদের বিরুদ্ধে পুলিশের সামনে বিজেপি(BJP) কর্মীর শিশুকে মায়ের কোল থেকে ছুঁড়ে ফেলার  অভিযোগ আছে। শেখ শাহজাহান গত ৪৮ দিন ধরে অধরা  থাকলেও তাঁর সহযোগী  শিবু হাজরা ও উত্তম সর্দার গ্রেফতার হয়েছে। মূল অভিযুক্ত শেখ শাহজাহান(Seikh Sahjahan) এতদিন ধরে  কেন অধরা সেই নিয়ে বিরোধীরা সোচ্চার হয়েছেন ।ABP Ananda Live

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola