Sandeskhali:সুকুমার মাহাতোর নতুন দায়িত্ব নিয়ে বক্তব্য রাখলেন সুজিত বসু।ABP Ananda Live
Sandeskhali:আজ সন্দেশখালিতে(Sandeskhali) তৃণমূলের(TMC) তিন সদস্যের প্রতিনিধি দল বাড়ি বাড়ি ঘুরে গ্রামবাসীদের সাথে কথা বলেন। শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হলে মন্ত্রী সুজিত বসু(Sujit Basu) জানান অপসারিত ব্লক সভাপতি শিবু হাজরার(Shibu Hajra) জায়গায় সেই পদে স্থানীয় বিধায়ক(MLA) সুকুমার মাহাতোকে(Sukumar Mahato) দায়িত্ব দেওয়া হলো। তিনি আশাবাদী নতুন ব্লক সভাপতি, স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো যথাযথ দায়িত্বের সাথে তাঁর নতুন ভূমিকা পালন করবেন।ABP Ananda Live