Sandeskhali Journalist Arrest:সন্দেশখালিকাণ্ডে সাংবাদিক সন্তু পানের জামিন।ABP Ananda Live
Continues below advertisement
Sandeskhali Journalist Arrest:'মূল অভিযুক্তকে ধরতে পারছেন না , নিরীহ সাংবাদিকদের ধরে গ্রেফতার করছেন ', বক্তব্য হাইকোর্টের(Calcutta High Court) বিচারপতি কৌশিক চন্দের । আজ সন্দেশখালি কাণ্ডে গ্রেফতার সাংবাদিক সন্তু পানের(Santu Pan) আবেদন অনুযায়ী হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ তাঁকে জামিন(Bail) দিয়ে একথা বলেন। এছাড়াও সন্তু পানের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়ার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেন। তিনি বলেন ' এফআইআর(FIR) দেখে মনে হচ্ছে অযৌক্তিক ও মোটিভেটেড '। ABP Ananda Live
Continues below advertisement