Sandhya Mukhopadhyay Demise: 'আমার কাছে ইংরেজি গান শুনতে চাইতেন, এটা বিরাট পাওয়া', শোকবিহ্বল সৌমিত্র রায় | Bangla News

Continues below advertisement

রবীন্দ্রসদনে সন্ধ্যা মুখোপাধ্যায়কে শ্রদ্ধাজ্ঞাপন সৌমিত্র রায়ের (Soumitra Ray)। তিনি বলেন, "আমি সন্ধ্যা পিসিকে ব্যক্তিগতভাবে চিনতাম। এখন ওঁর গান বাজছে। ওঁর মুখের দিকে তাকালে মনে হচ্ছে, ওঁর ঠোঁটটা নড়ে উঠছে। আমার কাছে ইংরেজি গান শুনতে চাইতেন, এটি আমার কাছে বিরাট পাওয়া।" কথা বলতে বলতে চোখ ছলছল করে ওঠে তাঁর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram