RG Kar Sandip Ghosh News: আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলাতেও গ্রেফতার সন্দীপ ঘোষ, কী কী ধারায় রুজু মামলা?
Continues below advertisement
এবার আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলাতেও গ্রেফতার সন্দীপ ঘোষ। আর্থিক দুর্নীতির পর এবার ধর্ষণ-খুনের মামলাতেও গ্রেফতার প্রাক্তন অধ্যক্ষ। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করল সিবিআই । তথ্য প্রমাণ লোপাট, দেরিতে এফআইআর-এর অভিযোগে গ্রেফতার । ক্রাইম সিন বিকৃতির অভিযোগেও গ্রেফতার সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল। সন্দীপ ঘোষকে ফের হেফাজতে নিতে আদালতে আবেদন করবে সিবিআই। টালা থানার ওসি-কেও তোলা হবে আদালতে। ফের স্বাস্থ্য পরীক্ষার জন্য অভিজিৎ মণ্ডলকে নিয়ে যাওয়া হল বি আর সিংহ হাসপাতালে। সন্দীপ ও অভিজিতের বিরুদ্ধে বিএনএস-এর ২৩৮, ১৯৯ ওয ৬১(২) ধারায় মামলা রুজু। বিএনএস ধারা ৬১(২) - ষড়যন্ত্র। বিএনএস ধারা ২৩৮ - তথ্যপ্রমাণ লোপাট। বিএনএস ধারা ১৯৯ - সরকারি কর্মী হয়ে আইন অমান্য করা।
Continues below advertisement
Tags :
Junior Doctors Junior Doctors Protest Protest In Kolkata Kolkata Doctor Death Kolkata Protest Kolkata Doctors Protest Kolkata Doctor Murder Junior Doctor Protest Kolkata Doctor Case DOCTOR PROTEST Kolkata Junior Doctors Protest Political Tensions Rise In Bengal Junior Doctors Protest Live R G Kar Junior Doctors Protest Live Doctor Murdered In Kolkata Doctor Raped In Kolkata Doctor Killed In Kolkata Kolkata Doctor Protest Kolkata Trainee Doctor Rape