DA Protest: কেন্দ্রীয় হারে ডি এর দাবিতে অনড় সংগ্রামী যৌথ মঞ্চ, চলছে অনশন। ABP Ananda Live
Continues below advertisement
DA: কেন্দ্রীয় হারে ডি এর (DA Protest) দাবিতে অনড় সংগ্রামী যৌথ মঞ্চ, চলছে অনশন। আগামী ২২ জানুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছে মঞ্চটি। কর্মবিরতির পাশাপাশি শহীদ মিনারে সমাবেশ এবং ধর্মঘট করতে চলেছেন তারা। বকেয়া ডিএ-র দাবিতে বেশ কয়েক দিন ধরে অনশন আন্দোলন করছেন সরকারি কর্মচারি ও পেশনারর্সদের যৌথ সংগ্রামী মঞ্চ। এর আগে আন্দোলন চলাকালীন ২ জন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের এসএসকেএমকে (SSKM) ভর্তি করা হয়েছিল। ABP Ananda Live
Continues below advertisement