Santanu Sen: 'অভিষেকের নবজোয়ার কর্মসূচির সাফল্যে ভয় পাচ্ছে বিজেপি, তাই কি ED তলব ?', প্রশ্ন শান্তনুর । ABP Ananda Live

Continues below advertisement

মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (ABhishek Banerjee) ইডির (ED) তলব। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিষেককে ইডির নোটিস । সিবিআইয়ের (CBI) পর এবার নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে ইডির নোটিস। আজই ইডির নোটিস, মঙ্গলবার অভিষেককে হাজিরার নির্দেশ: সূত্র। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি । কুন্তলের চিঠি ছাড়াও একাধিক তথ্যকে সামনে রেখে জিজ্ঞাসাবাদ চায় ইডি: সূত্র। নিয়োগ দুর্নীতি মামলায় ইডি হেফাজতে সিজিও কমপ্লেক্সেই 'কালীঘাটের কাকু' (Kalighater Kaku)। ১৪ তারিখ পর্যন্ত হেফাজতে 'কাকু', ১৩ জুন অভিষেককে ইডির তলব: সূত্র । 'কালীঘাটের কাকু'র হেফাজতের মেয়াদ শেষের একদিন আগে অভিষেককে তলব 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram