Santanu Sen: IMA-র রাজ্য শাখার সম্পাদক পদে মনোনয়ন পেশ শান্তনু সেনের
IMA: ভোটে লড়বেন না বলেও ফের IMA -এর রাজ্য সম্পাদক পদে প্রার্থী শান্তনু সেন। মনোনয়ন জমা দিলেন তিনি। এর আগে তিনি জানিয়েছিলেন তিনি ভোটে লড়তে ইচ্ছুক নন। চিকিৎসক সংগঠনের ভোটে আর নেই বলেও ফের প্রার্থী হওয়ার পথে শান্তনু সেন (Santanu Sen)। IMA-র রাজ্য শাখার সম্পাদক পদে তৃণমূল নেতা-চিকিৎসক মনোনয়ন পেশ করলেন। যদিও এর আগে ২২ সেপ্টেম্বর IMA-র রাজ্য শাখার বৈঠকে ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
আর জি কর মেডিক্যালের জরুরি বিভাগে সিলড বাক্সে রক্তমাখা গ্লাভস ! আর জি কর কাণ্ডের প্রতিবাদে যখন অনশনে বসেছিলেন জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরা, তখনই উঠে আসে এরকম চাঞ্চল্যকর অভিযোগ। এই প্রসঙ্গটি নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময়ও তুলে ধরেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা। কিন্তু সেই গ্লাভস কোথা থেকে এল হাসপাতালে ? তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য।
আর জি কর মেডিক্যালের উপাধ্যক্ষ সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানালেন তদন্তে উঠে এসেছে নতুন তথ্য। হাসপাতালে যে গ্লাভসগুলিতে রক্তের দাগ রয়েছে বলে হইচই পড়ে যায়, সেগুলি নাকি আদতে রক্তের দাগ নয় ! তার প্রমাণ মিলেছে বায়োকেমিস্ট্রি বিভাগের ল্যাবে। তবে ওটা আসলে কীসের দাগ? তা জানতে সেগুলি পাঠানো হচ্ছে ফরেন্সিক ল্যাবে।
এছাড়া আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, যে বাক্সে গ্লাভস এসেছিল তার ব্যাচ নম্বরের সঙ্গে গ্লাভসের প্যাকেটের নম্বরের মিল নেই । তাহলে এই গ্লাভস হাসপাতালে ঢুলে পড়ল কীকরে ? কীভাবেই বা পৌঁছে গেল অপারেশন থিয়েটার পর্যন্ত ? তা জানতে আরও তদন্তের প্রয়োজন বলে জানান. আর জি কর মেডিক্যালের উপাধ্যক্ষ সপ্তর্ষি চট্টোপাধ্যায়।