Shantiniketan: শান্তিনিকেতনে পালন 'বসন্ত আবাহন', নাচে গানে মেতে উঠল পাঠভবন অঙ্গন | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: শান্তিনিকেতনে (Shantiniketan) এমন একটি জায়গা যেখানে প্রকৃতির রূপ পরিবর্তন হয় ঋতুর সঙ্গে তাল মিলিয়ে। আর সেই প্রকৃতিকে ঘিরেই সারা বছর বিশ্বভারতীর (Visva Bharati) শান্তিনিকেতনে লেগে থাকে বিভিন্ন অনুষ্ঠান। শান্তিনিকেতনের নান্দনিকতার ইতিহাসে ‘বসন্তোৎসব’ অন্যতম। শুক্রবার বসন্ত ঋতুর আগমনকে স্বাগত জানিয়ে "বসন্ত আবাহন" করল পাঠভবনের ছাত্রছাত্রীরা। নাচে গানে মেতে উঠল পাঠভবনের অঙ্গন। বসন্ত উৎসবের আগে, প্রতিবছর পাঠভবনে বসন্ত আবাহন হয়ে থাকে।