Saokat Molla: সওকতের কনভয়ের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর । কী প্রতিক্রিয়া সওকত মোল্লার ? | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: সওকত মোল্লার কনভয়ে কলকাতা পুলিশের পাইলট কারের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু । কী করে কলকাতা পুলিশের নামে রেজিস্ট্রেশন বাতিল হওয়া গাড়ি চলছে রাস্তায়? । ফিটনেসের মেয়াদ ফুরোনো গাড়ি কোন পথে শাসক বিধায়কের কনভয়ে? দুর্ঘটনার পর প্রকাশ্যে বেনিয়ম, নড়েচড়ে বসল লালবাজার । সূত্রের খবর, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে । পাইলট কারের বিষয়টি দেখে লালবাজারের ওয়্যারলেস বিভাগ । তাদেরও পুরো বিষয়টি জানানো হয়েছে । এই ঘটনার পর অন্য পাইলট কারগুলোর কী অবস্থা, তা নিয়ে তথ্য তলব লালবাজারের

আরও খবর...

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীর। একাদশ ও দ্বাদশ শ্রেণির নিয়োগ মামলায় অভিযুক্ত ২ জনের বিরুদ্ধেই চার্জশিট CBI-এর। গ্রুপ সি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুকান্ত আচার্যরও। নবম ও দশম, একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগ গ্রুপ সি মামলায় আদালতে হাজিরা এসএসসি কর্তা ও আধিকারিক সমরজিৎ আচার্য ও পর্ণা বসুর। তাঁদের বিরুদ্ধেও চার্জশিট দিয়েছে সিবিআই।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola