Saradha Case: সারদা কাণ্ডের একযুগ হয়ে গেলেও কোনও মামলাতেই এখনও চূড়ান্ত চার্জশিট দিতে পারেনি সিবিআই

ABP Ananda LIVE: সারদা মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে, ২০১৪ সালে FIR করে CBI. মোট ৬টি মামলা রয়েছে। কিন্তু, তার মধ্যে একমাত্র সারদা কনস্ট্রাকশনের মামলা, যাতে চিটফান্ডের কোনও সম্পর্ক নেই, সেই মামলাতেই চূড়ান্ত চার্জশিট দেওয়া সম্ভব হয়েছে। মূল মামলায় এখনও পর্যন্ত ৭টি চার্জশিট জমা পড়েছে। কিন্তু, চূড়ান্ত চার্জশিট আজ অবধি জমা পড়েনি। কোনও বিচারপক্রিয়াও শুরু হয়নি। অন্যদিকে একই অবস্থা ED-তদন্তের ক্ষেত্রেও। ২০১৩ সাল থেকে তারা তদন্ত করছে। এর মধ্যে ২ বার কেস নম্বর বদল হয়েছে, কোর্ট বদল হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত চার্জ গঠনই হয়নি। আর এখানেই তৃণমূল-বিজেপির সেটিংয়ের অভিযোগ তুলছে কংগ্রেস ও সিপিএম। সৌম্য আইচ রায় বলেছেন - "দিল্লির নরেন্দ্র মোদি অসুবিধায় পড়লে দিদি আছে ভরসা। আবার দিদি অসুবিধায় পড়লে দাদা আছে।" যদিও এই অভিযোগ মানতে নারাজ বিজেপি, তৃণমূল।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola