Saraswati Puja: সরস্বতী পুজোয় পুলিশ পাহারা, RAF-এর টহল ! কী বলছেন বুদ্ধিজীবিরা ? | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: সরস্বতী পুজো মানে বাঙালির আবেগ। কিনতু, এবারের একাধিক ছবি ধাক্কা দিয়েছে সেই আবেগে। সরস্বতী পুজোয় পুলিশ পাহারা, কিংবা স্কুলের 
বাইরে RAF-এর টহল কখনও দেখেছেন বলে মনে করতে পারছেন না কেউ। এর তীব্র নিন্দা করে, সবার প্রার্থনা একটাই, বাঙালির ভালবাসার উৎসবে এ ছবি যেন আর ফিরে না আসে।

অভয়ার জন্মদিনে মানুষকে সঠিক বিচারের দাবিতে পথে নামার আর্জি জানালেন নিহত চিকিৎসকের মা-বাবা

দেখতে দেখতে ৬ টি মাস পেরিয়ে যেতে চলল সেই ভয়াবহ রাতের পর। ডিউটি-হাওয়ারে এক চিকিৎসককে ধর্ষণ ও খুন হত হয়েছিল তাঁর কর্মক্ষেত্রে। কলকাতা শহরের বুকে প্রথম সারির সরকারি হাসপাতালে। আগামী ৯ ফেব্রুয়ারি সেই ঘটনার ৬ মাস পূর্ণ হবে। আর সেইদিনই সেই নির্যাতিতা চিকিৎসকের জন্মদিন। এই দিনটিকে মাথায় রেখেই অভয়ার জন্মদিনে মানুষকে সঠিক বিচারের দাবিতে পথে নামার আর্জি জানালেন নিহত চিকিৎসকের মা-বাবা। 

ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে অনেকটা সময়। সিবিআই তদন্ত করে অভয়ার সঙ্গে ঘটে যাওয়া ঘৃণ্য অপরাধের পিছনে একজনের হাত খুঁজে পেয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পেশ করা তথ্য ও প্রমাণের ভিত্তিতে আরজি কর খুন ধর্ষণে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে আদালত। তাঁর আজীবন কারাদণ্ডের সাজা হয়েছে। কিন্তু এই তদন্তে কোনও ভাবেই খুশি হতে পারেননি তাঁর মা - বাবা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola