7:30 Tay Saradin: সলমন খানকে হুমকি দিয়ে চিঠি, পুণে থেকে গ্রেফতার এক

সলমন খানকে হুমকি দিয়ে চিঠি, পুণে থেকে গ্রেফতার। পুণে থেকে সৌরভ ওরফে মহাকাল নামে একজন গ্রেফতার। দিল্লি পুলিশের সাহায্যে পুণে থেকে অভিযুক্ত মহাকাল গ্রেফতার। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে কী যোগ ধৃত মহাকালের? ধৃতকে জেরা করে সলমনকে হুমকি চিঠির রহস্যভেদ করতে চায় পুলিশ। ফের মাস্ক নিয়ে কড়াকড়ি, না পরলে বিমানবন্দরে প্রবেশ নয়। ‘মাস্ক ছাড়া বিমান উঠলে, প্রয়োজনে নামিয়েও দেওয়া হতে পারে’, ফের করোনা ঊর্ধ্বমুখী হওয়ায় কড়া নির্দেশ ডিজিসিএ-র। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola