Sare 7tay Saradin: রাজ্যে হানা দিল ডেঙ্গি থ্রি, সতর্ক থাকার নির্দেশ স্বাস্থ্য দফতরের
আতঙ্ক বাড়িয়ে রাজ্যে এবার হানা দিল ডেঙ্গি থ্রি! বিভিন্ন হাসপাতাল থেকে নাইসেডে ডেঙ্গি আক্রান্তদের নমুনা পরীক্ষা। চলতি মাসে পাঠানো ৫০টি নমুনার মধ্যে ৩৫টিতেই ডেঙ্গি থ্রি! গতমাসে পাঠানো ৫০টি নমুনার মধ্যে ২০টিতেই ডেঙ্গি থ্রি! আক্রান্তদের বেশিরভাগই ডেঙ্গি থ্রি ভাইরাসের কবলে
২০১৯-এ দাপট দেখিয়েছিল ডেঙ্গি টু, এবার ডেঙ্গির থ্রির দাপট। ডেঙ্গির টু-র অ্যান্টিবডি রুখতে পারবে না ডেঙ্গি থ্রি-কে, বলছেন বিশেষজ্ঞরা। ‘প্লেটলেট বেশি না নেমেও ঘটছে মৃত্যু, অবস্থার অবনতি হচ্ছে রোগীর’ এটাই ডেঙ্গি থ্রি-র চরিত্র, বলছেন বিশেষজ্ঞরা
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News