Sare Sattai saradin: মুর্শিদাবাদের বহরমপুরে পুরনো বিবাদের জেরে যুবককে গুলি, আহত ভর্তি হাসপাতালে।
ABP Ananda Live: জেলায় জেলায় শ্যুটআউট। মুর্শিদাবাদের বহরমপুরে পুরনো বিবাদের জেরে যুবককে গুলি, আহত ভর্তি হাসপাতালে। জমি বিবাদে পশ্চিম বর্ধমানের কাঁকসায় গুলি, এলাকায় আতঙ্ক। ভরা বাজারে প্রকাশ্য রাস্তায় শ্যুটআউটের (Shoot Out)ঘটনা। মুর্শিদাবাদে (murshidabad)ফের দুষ্কৃতীদের তাণ্ডব। গুলি চলল বহরমপুরের সাটুই বাজারে। পায়ে গুলি লেগে মুর্শিদাবাদে মেডিক্যালে ভর্তি শক্তিপুরের কাজীপাড়ার বাসিন্দা এক যুবক। গতকাল মানিকচক উত্তপ্ত ছিল, আজ সকাল থেকেই এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, এলাকায় দোকানপাট একেবারেই জনশূন্য। বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদকে কেন্দ্র করে বৃহস্পতিবার রণক্ষেত্রে পরিণত হয় মালদার মানিকচক। পুলিশের গুলিতে জখম হন দুজন। শুক্রবার এর প্রতিবাদে মানিকচকে ১২ ঘণ্টার বনধের ডাক দিল আরএসপি। উইন্ডোজ ১০-এ যান্ত্রিক গোলযোগ। বিশ্বজুড়ে ব্যাহত হয়েছে বিমান পরিষেবা, তথ্য প্রযুক্তি পরিষেবাও। ইতিমধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে দ্রুত, জানিয়েছে মাইক্রোসফট (Microsoft Windows 10)। ভারতে বিমান পরিষেবায় সমস্যা সৃষ্টি হয়েছে, গোলযোগ (Windows 10 Technical Glitch) দেখা দিয়েছে ওয়েব চেক-ইনেও।