Sandeshkhali: সন্দেশখালিতে উদ্ধার ৩টি অত্যাধুনিক মার্কিন রিভলভার, একেকটির দাম ৭ থেকে ৮ লক্ষ টাকা
Continues below advertisement
সন্দেশখালিতে(Sandehskahli) উদ্ধার ৩টি অত্যাধুনিক মার্কিন রিভলভার। একেকটির দাম ৭ থেকে ৮ লক্ষ টাকা। নেপথ্যে কি আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্র? তদন্তে সিবিআই। শেখ শাহজাহানের শাগরেদের ডেরা থেকে মিলেছে অন্তত ৪০ লক্ষ টাকার অস্ত্র। কী কারণে মজুত? কোথা থেকে আমদানি? অস্ত্রপাচারে কি শেখ শাহজাহানও (Sheikh Shahjahan)যুক্ত ছিল? তদন্তে কেন্দ্রীয় এজেন্সি(Central Agency)।
Continues below advertisement