Ananda Live: অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন বাগুইআটি জোড়া হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী
Continues below advertisement
অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন বাগুইআটি জোড়া হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী। হাওড়া স্টেশনের ওয়েটিং রুমে ঘাঁটি গেড়েছিলেন তিনি। স্টেশনের বাইরে ট্রাভেল এজেন্সির থেকে টিকিট কাটতে যেতেই, তাঁকে ধরে ফেলন তদন্তকারীরা। ধৃতকে ১৪ দিনের CID হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসাত আদালত।
মুম্বই পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। বাগুইআটি জোড়া হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী জেরায় একথা স্বীকার করেছেন বলে, পুলিশ সূত্রে দাবি। ধৃতের কঠোর শাস্তির দাবি করেছে নিহতের পরিবার।
Continues below advertisement
Tags :
Baguiati Twin Murder ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews