Saugata on Dhankar: 'বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন করা যাবে না, কোথায় লেখা আছে?', ধনকড়কে কটাক্ষ সৌগতর।Bangla News

আজ শ্যামনগরে অভিষেকের (Abhishek Banerjee) জনসভা। জনসভা থেকে সৌগত রায় (Saugata Roy) বলেন, ‘আমাদের একটা মূর্খ রাজ্যপাল আছে জগদীপ ধনকড় (Jagdeep Dhankar) তিনি বলেছেন অভিষেক নাকি সংবিধান লঙ্ঘন করেছেন। সংবিধানের কোথায় লেখা আছে বিচার ব্যবস্থা নিয়ে কোনও প্রশ্ন করা যাবে না ? আমরা এই রাজ্যপালকে প্রত্যাখ্যান করছি।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola