Saugata Roy: 'সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচারের কোনও প্রমাণ পাওয়া যায়নি', দাবি তৃণমূল সাংসদের
Continues below advertisement
Sandeshkhali Incident: সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে ১৮০ ডিগ্রি ঘুরেও আজব দাবি সৌগত রায়ের (Saugata Roy)। সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচারের কোনও প্রমাণ পাওয়া যায়নি, দাবি তৃণমূল(TMC) সাংসদের। 'সন্দেশখালিতে কিছু ঘটে থাকলে মমতা বন্দোপাধ্যায়(Mamata Banerjee)পুলিশই গ্রেফতার করেছে'। 'ইডি বা সিবিাই শেখ শাহজাহানদের গ্রেফতার করেনি'। 'শিবু, উত্তমদেরও রাজ্য পুলিশই গ্রেফতার করেছে'। তৃণমূল সাংসদ সৌগত রায়ের বক্তব্য ভাইরাল। ২৫ ফেব্রুয়ারি সন্দেশখালির ঘটনা সংবাদমাধ্যম তৈরি করেছে বলে মন্তব্য করেছিলেন সৌগত রায়।
Continues below advertisement
Tags :
Saugata Roy ABP Ananda LIVE TMC Leader #TMC Leader SandeshKhali Incident SAndeshkhali SheikH Shahjahan Sandeshkhali Chaos