Saugata on Jawahar : উনি চাইলে সাংসদ পদ ছেড়ে দিন, এবার জহর সরকারের বিরুদ্ধেই বিস্ফোরক সৌগত রায়

Continues below advertisement

দুর্নীতির অভিযোগে বিস্ফোরক তৃণমূল সাংসদ জহর সরকার। এবার জহর সরকারের বিরুদ্ধেই বিস্ফোরক সৌগত রায়। ‘উনি চাইলে সাংসদ পদ ছেড়ে দিন, আমরা অন্য কাউকে উপ নির্বাচনে জেতাব’। ‘জহর সরকারের মতো স্বার্থপর আমলা দেখিনি’।
‘সাংসদ হওয়ার আগে একদিনও মিছিলে হাঁটেননি, কোনও আত্মত্যাগ করেননি’। ‘একজন তৃণমূল কর্মীরও উপকার করেননি উনি’। ‘শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ওঁর বিরুদ্ধে দলের পদক্ষেপ করা উচিত’। মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram