TMC : আইপ্যাকের হয়ে এবিপি আনন্দে মুখ খোলায় সতর্ক করা হল সৌগত রায়কে | Bangla News

আই প্যাকের (I-PAC) পক্ষে মুখ খুলে বিপাকে সৌগত রায় (Saugata Roy)? সতর্ক করল দল। তৃণমূল সূত্রে খবর, এ বিষয়ে দলের বর্ষীয়ান সাংসদকে মুখ খুলতে নিষেধ করেছেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)।

তৃণমূলের জয়ে উল্লেখযোগ্য অবদান আই প্যাকের, দলে এক ব্যক্তি এক পদ-নীতিকে সমর্থন জানিয়ে এবিপি আনন্দে মুখ খুলে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হয়ে ব্যাটিং করেন সৌগত রায়। তৃণমূল সূত্রে খবর, এরপরই দমদমের তৃণমূল সাংসদকে লাগাম টানতে উদ্যোগী দল।

‘এ বিষয়ে কোনও মন্তব্য করব না,’ প্রতিক্রিয়া সৌগত রায়ের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola