Bhangar News: তৃণমূলের বিজয়োৎসবে আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে আমন্ত্রণ জানালেন সওকত মোল্লা
Continues below advertisement
Bhangar News: হাড়হিম সন্ত্রাসের আবহে ভাঙড়ে পঞ্চায়েত ভোট (Panchayat Election) হয়েছে রক্তক্ষয়ী। ভোটের ভাঙড়ে (Bhangar) প্রাণ গেছে ৬ জনের। সওকত মোল্লা, আরাবুল ইসলামের (Arabul Ishlam) মতো হেভিওয়েটদের নেতৃত্বাধীন তৃণমূলকে (TMC), জোর টক্কর দেওয়ার চেষ্টা করেছে নৌশাদ সিদ্দিকির আইএসএফ (ISF)! ভাঙড়ে 'সেয়ানে-সেয়ানে' টক্কর দেখেছে বাংলা নরমে-গরমে একে অপরকে হুঁশিয়ারির সুরও শোনা গেছে সওকত-নৌশাদের গলায় শেষপর্যন্ত ভাঙড়ে পঞ্চায়েত দখল করেছে তৃণমূল। আর এবার, তৃণমূলের (TMC) বিজয়োৎসবে আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে (Nawsad Siddique) আমন্ত্রণ জানালেন সওকত মোল্লা।
Continues below advertisement