Kolkata Police Half Marathon: রবিবাসরীয় সকালে হল কলকাতা পুলিশের হাফ ম্যারাথন | ABP Ananda LIVE
রবিবাসরীয় সকালে হয়েছে কলকাতা পুলিশের (Kolkata Police) সেভ ড্রাইভ সেফ লাইফ হাফ ম্যারাথন। ৫, ১০ ও ২১ কিলোমিটার হাফ ম্যারাথনে অংশ নিয়েছেন ২০ হাজার প্রতিযোগী। ভোর ৫টা ২০ মিনিটে রেড রোড থেকে কলকাতা পুলিশের তরফে হাফ ম্যারাথনের সূচনা করেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। নিজেও ১০ কিলোমিটার দৌড়ে অংশ নেন। এছাড়াও, ছিলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম, পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, টেনিস তারকা লিয়েন্ডার পেজ, অভিনেতা আবির চট্টোপাধ্যায়-সহ বিশিষ্টরা