Bhangar : তৃণমূলের বিজয়োৎসবে ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে আমন্ত্রণ সওকত মোল্লার | ABP Ananda LIVE

Bhangar News: হাড়হিম সন্ত্রাসের আবহে ভাঙড়ে পঞ্চায়েত ভোট (Panchayat Election) হয়েছে রক্তক্ষয়ী। ভোটের ভাঙড়ে (Bhangar) প্রাণ গেছে ৬ জনের। সওকত মোল্লা, আরাবুল ইসলামের (Arabul Ishlam) মতো হেভিওয়েটদের নেতৃত্বাধীন তৃণমূলকে (TMC), জোর টক্কর দেওয়ার চেষ্টা করেছে নৌশাদ সিদ্দিকির আইএসএফ (ISF)! ভাঙড়ে 'সেয়ানে-সেয়ানে' টক্কর দেখেছে বাংলা নরমে-গরমে একে অপরকে হুঁশিয়ারির সুরও শোনা গেছে সওকত-নৌশাদের গলায় শেষপর্যন্ত ভাঙড়ে পঞ্চায়েত দখল করেছে তৃণমূল। আর এবার, তৃণমূলের (TMC) বিজয়োৎসবে আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে (Nawsad Siddique) আমন্ত্রণ জানালেন সওকত মোল্লা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola