Sayani Ghosh: নিয়োগ দুর্নীতি মামলায় ৫ জুলাই ফের সায়নীকে তলব ED-র | ABP Ananda LIVE
নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) যুব তৃণমূলের রাজ্য সভানেত্রীকে ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির (ED)। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে সায়নীকে প্রশ্ন। জিজ্ঞাসাবাদে মেলেনি যুব তৃণমূল সভানেত্রীর সন্তোষজনক উত্তর। ৫ জুলাই ফের সায়নীকে তলব। এদিন শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে, সায়নী বলেছেন, 'দেয়ার ইজ নাথিং টু হাইড, একশোবার ডাকলে একশোবার যাব।'