Panchayat Election 2023: ৭ ঘণ্টা পার, নিয়োগ দুর্নীতি মামলায় সায়নী ঘোষকে জিজ্ঞাসাবাদ ইডির
নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র তলবে সিজিও কমপ্লেক্সে হাজির সায়নী ঘোষ। সকাল ১১.২২ মিনিটে সিজিও কমপ্লেক্সে হাজির হলেন সায়নী ঘোষ (Sayani Ghosh)। জিজ্ঞাসাবাদের জন্য গতকাল রাতেই একটি ৪ পাতার প্রশ্নমালা তৈরি করা হয়েছে বলে সূত্রের খবর। আজ সায়নী ঘোষকে তাঁর ব্যাঙ্ক স্টেটমেন্টের কপি, আইটি রিটার্নের কপি এবং সম্পত্তির হিসেব আনতে বলা হয়েছে। সূত্রের খবর, তদন্তকারীরা জানতে চান, সায়নীর সঙ্গে কুন্তলের কী যোগ? তাঁর সম্পত্তির উৎসই বা কী।
৭ ঘণ্টা পার, নিয়োগ দুর্নীতি মামলায় সায়নী ঘোষকে জিজ্ঞাসাবাদ ইডির। কুন্তলের সঙ্গে সায়নীর কোনও আর্থিক লেনদেন আছে কি না, জানতে চায় ইডি, খবর সূত্রের। সায়নী ঘোষের জবাব সন্তোষজনক নয়, দাবি ইডি সূত্রে।
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live Panchayatelection ABP Ananda Bengali News Wbpanchayatelection Wbpanchayatpoll Sayanighosh