Sayantika Oath Controversy: 'রাজ্যপাল যা করেছেন, তা অসাংবিধানিক..', শপথ বাক্য পাঠ করতে চেয়ে রাজভবনে চিঠি সায়ন্তিকার

Continues below advertisement

Sayantika  Oath Controversy around Rajbhaban: শপথ বাক্য পাঠ নিয়ে ফের তুঙ্গে রাজভবন।  এবং বিধানসভার বিরোধ।  বিধানসভায় শপথ বাক্য পাঠ করতে চেয়ে রাজভবনে চিঠি দিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।  আজ বিধানসভায় গিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি।  এদিন বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, 'শপথ বাক্য পাঠে, সবচেয়ে বড় ভূমিকা বিধানসভারই রয়েছে। যেহেতু তিনি নির্বাচিত হয়েছেন, বিধানসভার সদস্য হবেন, তিনি তো আর রাজভবনের সদস্য হবেন না।' বিধায়কের শপথ নিয়ে কাটছে না জট।  জয়ী তৃণমূল প্রার্থীকে শপথ বাক্য় পাঠ করাবেন কে? তা নিয়ে এবার সংঘাতে জড়াল রাজভবন ও বিধানসভা।  বিধানসভায় শপথবাক্য পাঠ করতে চেয়ে রাজভবনে চিঠি পাঠিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে রাজ্যপালের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিধানসভার অধ্যক্ষ।  রাজ্যপালকে তীব্র নিশানা করেছেন বিধানসভার অধ্যক্ষ ও ফিরহাদ হাকিম। সোমবার বিধানসভায় গিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্য়ায় এবং ভগবানগোলার জয়ী তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন সরকার। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম ও শোভনদেব চট্টোপাধ্য়ায়। এরপরই এদিন রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে তীব্র আক্রমণ করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিমান বন্দ্যোপাধ্যায় বলেন,' রাজ্যপাল যা করেছেন, তা অসাংবিধানিক। বিধায়ক বিধানসভায় শপথবাক্য পাঠ করবেন, সেটাই প্রথা। রাজ্যপাল চাইলে বিধানসভায় এসে শপথবাক্য পাঠ করাতে পারেন। তা না করে দিনের পর দিন ফেলে রাখছেন, যেটা সমর্থনযোগ্য নয়।' 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram