Sayantika Bnaerjee: বরানগরের অনুষ্ঠানে মঞ্চেই সায়ন্তিকার প্রশংসায় পঞ্চমুখ সৌগত, কী বললেন সায়ন্তিকা?
ABP Ananda Live: 'আমাদের শ্রেষ্ঠ সাংসদ, অধ্যাপক সৌগত রায় উনি আমাদের প্রাণের মানুষ। উনি কথা বলেন যখন, সত্যি প্রত্যেকেই যেন ছাত্রর মতো ওঁর কথা শোনে। আমাকে আশীর্বাদ করেন, সাহায্য করেন, আমি কৃতজ্ঞ তাঁর কাছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে'। বললেন সায়ন্তিকা।
দেবাংশুর উল্টো সুর সৌগত রায়ের। মূলত এদিন কেলগ-কাণ্ডে তৃণমূলের IT সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যর তোপের মুখে দলের একাংশ। তিনি এদিন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই আপনাদের লোকে চিনেছে। বড় পদ পেয়েছেন। তাহলে দলনেত্রীর অসম্মানে মুখে কুলুপ এঁটেছেন কেন? ' বড় প্রশ্ন দেবাংশুর। এর পরেই সৌগত রায় বলেন, 'আমি মনে করি না এই নিয়ে হইচই করে নামা উচিত।'
'মমতার বিরুদ্ধে বিক্ষোভ নিয়ে আহত, আগেও বিবৃতি দিয়েছি। এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও ক্ষতি হবে না। ১০ জন এসএফআই, ৫ জন বিজেপি অক্সফোর্ডের ফাঁকা মাঠে স্লোগান দিয়েছে। আমি মনে করি না এই নিয়ে হইচই করে নামা উচিত', দেবাংশুর উল্টো সুর সৌগত রায়ের। 'মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই চান না, নির্দেশ দিলে একদিনের নোটিসে বিক্ষোভ হত। ১০টি ছেলে কী করেছে তার কোনও গুরুত্ব নেই', প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ সৌগত রায়ের।