Sayoni-Shayantika: বিধানসভার অলিন্দে সায়নী ঘোষ ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কী কথা হল তাঁদের মধ্যে?

২০২১-এর বিধানসভা ভোটে হেরে গিয়েছিলেন। সিদ্ধান্ত নিয়েছিলেন, না জিতলে এখানে আসবেন না। ২৪-এ জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে পা রাখলেন সাদা বাড়িতে। শুক্রবার বিধানসভায় আসেন সায়নী ঘোষ ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ছিলেন জুন মালিয়াও। সবাইকে বিধানসভা ভবন ঘুরিয়ে দেখান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

অদ্ভুত এক সমাপতন। একজন এলেন, একজন গেলেন। একজন এলেন বিধানসভায়, অন্যজন বিধানসভা থেকে চললেন দিল্লি। শুক্রবার বিধানসভায় দেখা গেল এই ছবি। লোকসভা নির্বাচনে রাজ্যে একক ভাবে আরও শক্তিশালী তৃণমূল। পাশাপাশি বিধানসভার দুই উপ নির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রেখেছে ঘাসফুল শিবির। জয়ের এই ধারার মধ্যে উজ্জ্বল দুই মুখ যাদবপুরজয়ী সায়নী ঘোষ ও বরানগরজয়ী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দু’জনকেই দেখা গেল বিধানসভার অলিন্দে।

এদিন বিধানসভায় আসেন বাঁকুড়া লোকসভা আসনের জয়ী তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী ও মেদিনীপুর লোকসভা আসনে জয়ী তৃণমূল প্রার্থী জুন মালিয়াও। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola