School Vacation:স্কুল ছুটির মেয়াদ নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির।Bangla News

Continues below advertisement

অসহ্য গরমের কারণ দেখিয়ে গরমের ছুটি এগিয়ে এনেছে রাজ্য সরকার। সোমবার থেকেই তা কার্যকর হয়েছে চলবে ১৫ জুন পর্যন্ত। স্কুল খুলতে না খুলতেই আবার ৪৫ দিন ছুটি ঘোষণার এই সরকারি নির্দেশ ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। স্কুল ছুটির (School Summer Vacation) মেয়াদ নিয়ে এবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হল জনস্বার্থ মামলা (PIL)। মামলা দায়ের করেছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। আদালতের কাছে যে পিটিশন দাখিল করা হয়েছে, সেখানে তাদের বক্তব্য, করোনার কারণে গত ২ বছর স্কুল বন্ধ থাকায় এমনিতেই পড়াশোনার ক্ষতি হয়েছে। এবার পশ্চিমবঙ্গ সরকার (west bengal government) গরমের ছুটি বাড়িয়ে ৪৫ দিন করছে, তাতে পড়ুয়াদের পড়াশোনায় আরও ক্ষতি হবে বলেই আশঙ্কা তাদের। পাশাপাশি তুলে ধরা হয়েছে ওড়িশা (odisha) সরকারের পদক্ষেপ ও আবহাওয়া দফতরের পূর্বাভাসের কথাও। আগামী ৫ মে মামলার শুনানি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram