Gold Shop Dacoity: মালদার ইংরেজবাজারে সোনার দোকানে লুঠ। ABP Ananda
West Bengal News: এবার মালদার ইংরেজবাজারে সোনার দোকানে লুঠ। প্রায় ২ লক্ষ টাকার সোনাদানা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ স্বর্ণ ব্যবসায়ীর। অভিযোগ, রাতে গ্যাস কাটার দিয়ে দোকানের শাটার কেটে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। নিরাপত্তা নিয়ে আতঙ্কিত স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
ফের টার্গেট সোনার দোকান। এবার মালদার ইংরেজবাজারে লক্ষ লক্ষ টাকার সোনা লুঠ করল দুষ্কৃতীরা। পঞ্চায়েত অফিসের নাকের ডগায় অবাধে চলে লুঠপাট। ভেঙে পড়ে রয়েছে দোকানের একাধিক তালা। কাটা হয়েছে দোকানের শাটার। শনিবার রাতে কাজিগ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুরে এভাবেই গ্যাস কাটার দিয়ে দোকানের শাটার কেটে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। প্রায় ২ লক্ষ টাকার সোনাদানা চম্পট দেওয়ার অভিযোগ তুলছেন তাপস সাহা নামে ওই স্বর্ণ ব্যবসায়ী। যাওয়ার সময় CC ক্যামেরার হার্ড ডিস্ক খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা।
৪-৫ দিন আগে এই এলাকায় একটি পাইপের দোকানে চুরি হয়। কেউ ধরা পড়ার আগেই এবার সোনার দোকানে লুঠের অভিযোগ। নিরাপত্তা নিয়ে আতঙ্কিত স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ থেকে হাওড়ার ডোমজুড়, গত মাসেই দুটি দুঃসাহসিক ডাকাতির সাক্ষী হয়েছে রাজ্যবাসী। আর এবার ঘটনাস্থল মালদার ইংরেজবাজার।