Chandrayaan 3 : চন্দ্রাভিযানে জেলার জয়জয়কার ! চন্দ্রযান ৩-এর তাপমাত্রা নিয়ন্ত্রণের দায়িত্বে পাঁশকুড়ার ছেলে পীযূষকান্তি পট্টনায়ক
Continues below advertisement
'চন্দ্রযান ৩' -এর গোটা অভিযানেই জেলার জয়জয়কার। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার উত্তর কাটাল গ্রামের ছেলে পীযূষকান্তি পট্টনায়ক। ইসরো-র বিজ্ঞানী চন্দ্রযান ৩-এর তাপমাত্রা নিয়ন্ত্রণের দায়িত্বে। গর্বিত বঙ্গসন্তান জানিয়েছেন, চন্দ্রযান ২-এর ব্যর্থতাই নতুন অভিযানের আশা জুগিয়েছে। ঘুরে দাঁড়িয়ে মিলেছে সাফল্য। ভবিষ্যতের গবেষণায় এই সাফল্য রসদ জোগাবে বলে মনে করছেন পাঁশকুড়ার প্রত্যন্ত গ্রামের ছেলে পীযূষকান্তি পট্টনায়ক।
Continues below advertisement