Sealdah Division: শিয়ালদা থেকে ছাড়়া সব লোকাল ট্রেনই এবার থেকে হবে ১২ বগির

Continues below advertisement

শিয়ালদা থেকে ছাড়়া সব লোকাল ট্রেনই এবার থেকে হবে ১২ বগির। কাজ শেষ  ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্মেরও। রেলের হিসেব অনুযায়ী, ১২ বগির লোকালে প্রায় হাজার জন অতিরিক্ত যাত্রী যাতায়াত করতে পারবেন। চরম দুর্ভোগের পর এবার বারো কামরার সুখ! ১, ২ এবং ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে আগেই শুরু হয়েছিল। এবার যুক্ত হল ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্ম। ফলে, ১২ কামরার লোকাল ট্রেন চলাচলের উপযোগী হয়ে উঠল শিয়ালদার প্রথম ৫ টি প্ল্যাটফর্মও। দেশের ব্যস্ততম রেলস্টেশনগুলির মধ্যে অন্যতম হল শিয়ালদা। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন এই স্টেশন দিয়ে। দূরপাল্লার ট্রেনের পাশাপাশি, প্রতিদিন এখান থেকে ছাড়ে অসংখ্য লোকাল ট্রেন। ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম, ১২ কামরার লোকাল ঢোকা-বেরনোর উপযোগী হয়ে ওঠায়, সুবিধা হবে যাত্রীদের। 

রেল সূত্রে খবর, শিয়ালদা ডিভিশনের হাতে রয়েছে মোট ১১০টি রেক।তার মধ্যে ৩৮টি রেক ছিল ৯ বগির, বাকিগুলি ১২ বগির। প্রতি দিন শিয়ালদা থেকে বিভিন্ন শাখায় চলাচল করে ৮৯২টি লোকাল ট্রেন। ৬ থেকে বাকি প্ল্যাটফর্মে ১২ কামরার লোকাল ট্রেন ঢুকতে পারলেও দৈর্ঘ্য কম থাকায় ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মে ১২ বগির ট্রেন ঢুকতে ও বেরোতে পারত না। ফলে সব লোকার ট্রেন বারো বগির করা হলেও প্রথম পাঁচটি প্ল্যাটফর্মে তার সুবিধা পাওয়া যেত না। সংস্কারের জন্য গত মাসের মাঝামাঝি সময়ে ৪ দিন বন্ধ রাখা হয় ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম। যার জেরে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। রেল সূত্রে খবর, ব্যস্ত অফিস টাইমে ৯ বগির ট্রেন যাতায়াত করেন অন্তত ৩ হাজার যাত্রী। আরও ৩টি কামরা বাড়লে আরও ১ হাজার যাত্রী সফর করতে পারবেন। ট্রেনে আসন সংখ্যাও প্রায় ২৫ শতাংশ বেশি হবে। ফলে ভিড় যেমন কমবে, তেমনি বেশি যাত্রী যাতায়াত করতে পারবেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram