Local Train Service: আজ সকাল সাড়ে ৯টার পর নির্ধারিত সূচি মেনেই শিয়ালদা-দমদম রুটে চলবে ট্রেন
Continues below advertisement
পাতিপুকুরে (Patipukur) রেলব্রিজ (Rail Bridge) সংস্কারের কাজ চলছে। তার জেরে শিয়ালদা (Sealdah) থেকে ভায়া দমদম (Dumdum) রুটে আপ ও ডাউন মিলিয়ে বাতিল করা হয়েছে ৩৮টি লোকাল। পূর্ব রেল সূত্রে খবর, শিয়ালদার মেন শাখায় একটি লাইন গেছে কৃষ্ণনগর, রানাঘাটের দিকে। আর একটি লাইন গেছে বারাসাত, বনগাঁর দিকে। এই লাইনগুলিতে চলাচলকারী হাবড়া, ডানকুনি রানাঘাট, কল্যাণী সীমান্ত, দত্তপুকুর, হাসনাবাদ, ব্যারাকপুর, নৈহাটি, বারাসাত, শান্তিপুর, বজবজগামী ২টি আপ ও একটি ডাউন লোকাল, গেদে লোকাল বাতিল করা হয়েছে। পূর্ব রেল সূত্রে খবর, সকাল সাড়ে ৯টার পর নির্ধারিত সূচি মেনেই ট্রেন চলাচল করবে। লোকাল বাতিলের প্রভাব সেভাবে পড়েনি। দেরিতে হলেও ট্রেন পাচ্ছেন বলে জানিয়েছেন যাত্রীরা।
Continues below advertisement
Tags :
ABP Ananda Dumdum Local Train ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Sealdah এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ