Sealdah ESI Fire: ভয়াবহ অগ্নিকাণ্ড শিয়ালদার ESI হাসপাতালে, বিধ্বংসী আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত ১ | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: তেরো বছরের মাথায় ফের আমরি হাসপাতালের আগুন-আতঙ্কের স্মৃতি গ্রাস করল কলকাতাকে। ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ড শিয়ালদার ESI হাসপাতালে। বিধ্বংসী আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে, এক রোগীর মৃত্য়ুর হয়েছে বলে অভিযোগ। যদিও অগ্নিকাণ্ডে মৃত্যুর অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও খবর...

কোথায় মুখ্যমন্ত্রীর মানবিকতা ? প্রশ্ন তুললেন জুনিয়র চিকিৎসকরা। এদিন ক্ষোভে ফেঁটে পড়েন জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার। এদিন সাংবাদিক সম্মেলনে জুনিয়র ডাক্তারদের তরফে তিনি বলেন, '১৩ টা দিন হয়ে গিয়েছে। আমরা কোনও মানবিক উত্তর পাচ্ছি না। আমরা কোনও মানবিকতার লেশ মাত্র পাচ্ছি না।' 

আইয়ের আবেদন, নার্কো টেস্টে সম্মতি দিলেন না সন্দীপ ঘোষ। পলিগ্রাফ টেস্টে সম্মতি দিলেন না ধৃত টালার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। নার্কো টেস্টে সম্মতি দিলেন না আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। 

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram