Sealdah Station: শিয়ালদা ডিভিশনের আরও ৩টি প্ল্যাটফর্ম থেকে শুরু ১২ কামরার লোকাল ট্রেনের যাতায়াত
West Bengal News: শিয়ালদা ডিভিশনের আরও তিনটি প্ল্যাটফর্ম থেকে শুরু হল ১২ কামরার লোকাল ট্রেনের যাতায়াত। রেলের হিসেব অনুযায়ী, ১২ বগির ট্রেন চালু হলে প্রায় হাজার জন অতিরিক্ত যাত্রী যাতায়াত করতে পারবেন। আগামী সপ্তাহে খুলে যেতে পারে আরও ২টি প্ল্যাটফর্ম, আশা রেলের।
শিয়ালাদা স্টেশন। দেশের ব্যস্ততম রেলস্টেশনগুলির মধ্যে অন্যতম। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন এই স্টেশন দিয়ে। রেল সূত্রে খবর, শিয়ালদহ ডিভিশনে প্রতি দিন চলাচল করে ৮৯২টি লোকাল ট্রেন। ৬ থেকে বাকি প্ল্যাটফর্মে ১২ কামরার লোকাল ট্রেন চলতে পারলেও দৈর্ঘ্য কম থাকায় ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মে ১২ বগির ট্রেন ঢুকতে ও বেরোতে পারত না। শুক্রবার থেকে আরও তিনটি প্ল্যাটফর্মে শুরু হল ১২ কামরার লোকাল ট্রেনের যাতায়াত।
১২ কামরার ট্রেনের উপযোগী প্ল্যাটফর্ম তৈরির জন্য গত সপ্তাহে ৪ দিন বন্ধ রাখা হয় শিয়ালদা স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম। যার জেরে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।