Hooghly News: সাড়ে ১০ ঘণ্টা ধরে চলছে হুগলির পোলবায় চলছে তল্লাশি। ABP Ananda Live
Continues below advertisement
West Bengal News: মঙ্গলবার ভোর রাতে রাজ্যে ফের আয়কর হানা।সাড়ে ১০ ঘণ্টা ধরে চলছে হুগলির (Hooghly) পোলবায় (Polba) চলছে তল্লাশি। কেন্দ্রীয় জওয়ানদের নিয়ে ২০-২৫ জন আয়কর আধিকারিকদের দল তল্লাশি চালাচ্ছে। অ্যালপাইন ডিস্টিলারিজ প্রাইভেট লিমিটেডের ওই কারখানায় চলছে তল্লাশি। সূত্রের খবর, আর্থিক বেনিয়মের অভিযোগের তদন্তে চলছে তল্লাশি। ২টি দলে ভাগ হয়ে তল্লাশি ও কোম্পানি নথি পরীক্ষা করা হচ্ছে। কারখানা কর্মীরা কাজ করতে এলে তাঁদেরকে ফিরে যেতে বলা হয়েছে। পোলবার এই কারখানায় মদ বোতলবন্দি হয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে যেত। ABP Ananda Live
Continues below advertisement