Hospital Security: জেলায় জেলায় সরকারি হাসপাতালগুলিতে জোরদার হল নিরাপত্তা। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: আর জি কর-কাণ্ড থেকে শিক্ষা নিয়ে এবার জেলায় জেলায় সরকারি হাসপাতালগুলিতে জোরদার করা হল নিরাপত্তা। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, দেখা গেল একই ছবি। কোথাও নামানো হল উইনার্স টিম। আবার কোথাও নিরাপত্তার স্বার্থে তৈরি করা হল বিশেষ অ্যাপ।

আর জি কর মেডিক্যালে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। খাস কলকাতায় সরকারি হাসপাতালে এই নারকীয় কাণ্ড কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে নিরাপত্তার বজ্রআঁটুনি-ফস্কা গেরোকে। আর জি কর-কাণ্ড থেকে শিক্ষা নিয়ে এবার জেলায় জেলায় সরকারি হাসপাতালগুলিতে জোর দেওয়া হচ্ছে নজরদারিতে।
মহিলা চিকিৎসক-পড়ুয়া থেকে নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ময়দানে নামানো হয়েছে উইনার্স টিমকে। হাসপাতাল চত্বরের পাশাপাশি হস্টেলগুলিতেও দিন-রাত নজরদারি চালাচ্ছে ২১ জন বাছাই করা মহিলা কনস্টেবল ও মহিলা পুলিশ আধিকারিকদের নিয়ে গঠিত বাঁকুড়া জেলা পুলিশের এই বিশেষ বাহিনী।

নিরাপত্তার ওপর বাড়তি নজর দিতে দিনের পাশাপাশি রাতেও চলছে পুলিশি টহল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram