Nitish Pramanick: নিশীথ প্রামাণিকের বাড়ির বাইরে কড়া নিরাপত্তা, জারি ১৪৪ ধারা | ABP Ananda LIVE
Continues below advertisement
কোচবিহারে বিএসএফের (BSF) গুলিতে এক রাজবংশী যুবকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে আজ অমিত শা-র ডেপুটি নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভেটাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ির বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বাড়ির সামনে টহল দিচ্ছে রাজ্য পুলিশ। কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে সকাল ৬টা থেকে প্রশাসনের তরফে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ভেটাগুড়ি এলাকাও পুলিশে ছয়লাপ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ির দেড়শো মিটার দূরেই বাঁধা হয়েছে তৃণমূলের (TMC) মঞ্চ। মঞ্চের পাশের রাস্তা বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। তৃণমূলের সভায় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক-সহ নেতাদের থাকার কথা রয়েছে।
Continues below advertisement