Senco Gold: দুর্গা মাকে আহ্বান জানাতে প্রস্তুতি তুঙ্গে, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর নতুন উদ্যোগ 'অপরূপা'

Senco Gold and Diamonds : সেনকো গোল্ড  অ্যান্ড ডায়মন্ডস-এর নতুন উদ্যোগ 'অপরূপা'। দুর্গা পুজো উপলক্ষে ঘোষণা করা হল নতুন এই  ক্যাম্পেনের । ক্যালেন্ডার বলছে বাকি আর মাত্র ৩ সপ্তাহ। তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব, দুর্গাপুজো। শরতের মেঘ, কাশ ফুল, শিউলির সুবাসে মায়ের হবে আগমন। তাই মাকে আহ্বান জানাতে প্রস্তুতি তুঙ্গে। এই আবহে, দুর্গাপুজো উপলক্ষে সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডসের বিশেষ উদ্যোগ 'অপরূপা'। সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডসের বিশেষ এই প্রচার নারীর বাহ্যিক ও অভ্যন্তরীণ সৌন্দর্য, তাঁর প্রাণচ্ছলতা, এবং তার শক্তির উৎযাপনে বার্তা দেবে। সন্ধা আরতি, আলপনা, ঢাকের তাল, ধুনুচি নাচ, এসব ছাড়া যেন বনেদি বাড়ির পুজো অসম্পূর্ণ। তবে তার পাশাপাশি যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হল সাজগোজ। বিশেষ করে গয়না। বনেদি বাড়ির সেই আমেজকে ধরার চেষ্টা হয়েছে এই উদ্যোগে। ABP Ananda LIVE 

 

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola