Senco Gold & Diamonds:১লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে,সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে চুড়ির সম্ভার
ABP Ananda Live: পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে নিয়ে এল চুড়ির বিশাল সম্ভার। চলতি মাস থেকে আগামী চৌঠা মে পর্যন্ত সেনকোর প্রতিটি আউটলেটে চলবে এই ব্যাঙ্গল উৎসব।
রাজ্য জুড়ে চাকরিহারাদের DI অফিস অভিযান, পুলিশের পা ধরে শিক্ষকের কান্না, ' গুলি চালিয়ে দিন আমাদের..' !
চাকরি চেয়ে জুটল মার। পুলিশের পা ধরে কাঁদছেন শিক্ষক!কলকাতা থেকে জেলা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, চাকরি বাতিল ইস্যুতে, চাকরিহারাদের DI অফিস অভিযানে বেনজির ছবি ধরা পড়ল বুধবার..।বর্ধমানে পুলিশের লাঠিচার্জ, বাঁকুড়ায় পুলিশের পা ধরে শিক্ষকের কান্না, মালদায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, তমলুকে শিক্ষকদের পথ অবরোধ, বারাসতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, উত্তর চব্বিশ পরগনার বারাসতে জেলা পরিষদের সংযোজিত ভবনে এসএসসি অফিসের গেটে ঝুলছে তালা..।
গেটের বাইরে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান চাকরিহারা শিক্ষক-অশিক্ষক কর্মীরা। পুলিশি বাধার মুখে পড়ে শুরু হয় ধস্তাধস্তি! পূর্ব বর্ধমানের কার্জন গেট থেকে র্যালি করে ডিআই অফিসে যান চাকরিহারা শিক্ষক-অশিক্ষক কর্মীরা। অফিসের গেটে তালা ঝোলাতে গেলেই আসে পুলিশি বাধা।শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জও করে পুলিশ।